হেলাল হোসেন কবির: লালমনিরহাটে দিন দুপুরে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের বয়ান ও অভিযোগের আলোকে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২৩) স্থানীয় বড়বাড়ী বাজারস্থ যারা এন্ড জান্নাতি ট্রেডার্স প্রতিষ্ঠানে মার্কেটিং সেলসম্যান হিসেবে কাজ করে আসছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে কোম্পানীর টাকা সাথে নিয়ে কুড়িগ্রামের একটি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলে, পথিমধ্যে আইর খামার নামক স্থানে, পূর্ব পরিকল্পিতভাবে ঐ এলাকার মজিবর রহমানের ছেলে মিলন মিয়া (৩৫) সহ দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি রায়হানের পথরোধ করে এবং তার সাথে থাকা লাল রং এর বাজাজ ১০০সিসি মোটর সাইকেল ও নগদ ৫০হাজার ৬শত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় ভাবে আলোচনা করে সমাধানে না আসায় রাতে লালমনিরহাট সদর থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন ভক্তভূগি আবু রায়হান।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.