আলোর মনি রিপোর্ট: পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের এক সার্বজনীন উৎসব। অসাম্প্রদায়িক চেতনায় আবহমান কাল থেকে বাংলা নববর্ষ উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ, ১৪২৯ (১৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ) বাংলা নববর্ষ আনন্দমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, কর্মসূচির মধ্যে ১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা কালেক্টরেট কলেজিয়েট স্কুল হতে শুরু হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। শোভাযাত্রা শেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সপ্তাহব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধামত সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেলা কারাগান, হাসপাতাল, সরকারি শিশু পরিবার, এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশন করা হবে। ১ হতে ৭ বৈশাখ সকাল ১০টা ৩০মিনিট হতে বিকাল ৪টা পর্যন্ত বৈশাখী মেলা, সকাল ১০টা ৩০মিনিট হতে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩ বৈশাখ সকাল ১০টা হতে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। ৭ বৈশাখ সুবিধামত সময়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।