আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: এ রকম দৃশ্য দেখলেই মনে হবে ধানের চারা রোপনের জন্য কৃষি জমি তৈরি করে অপেক্ষায় আছেন কৃষক। কখন শ্রমিকরা ধানের চারা রোপন করবেন। আসলেই কিন্তু তা নয়। এই সব চির চেনা দৃশ্য লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রামের (আনন্দ বাজার-বনগ্রাম এলাকায়) চলাচলের জন্য প্রধান কাঁচা রাস্তা এটি। আর প্রতিনিয়ত ঘটছে নানা রকম দূর্ঘটনা। যেন দেখার আছে, শুধু ব্যবস্থা নেওয়ার কেউ নেই! লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২নং কুলাঘাট ইউনিয়নের কাঁচা রাস্তা এটি। এই ইউনিয়নটি উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে দারুন ভাবে; লালমনিরহাট জেলা শহর ঘেষে চলা এই ইউনিয়নটির গ্রামীণ রাস্তাগুলো অবহেলিত ও চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে দিনের পর দিন। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো যেন মানুষের জন্য মরণ ফাঁদ তৈরি হয়ে যায়। বিশেষ করে আনন্দ বাজার, বনগ্রাম, ইটাপোতা, খারুয়া, বুমকা, কর্ণপুর এলাকার মানুষের শহরে যোগাযোগ করার প্রধান এই রাস্তাটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী করে আসছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।