আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোডের ক্ষুদ্ধ স্থানীয় ব্যবসায়ীগণ রাস্তার কাজ ধীর গতিতে চলায় আক্ষেপ করে রাস্তার মাঝে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) এমন কর্মসূচি পালন করেছেন বিডিআর রোড লালমনিরহাটের ক্ষুদ্ধ স্থানীয় ব্যবসায়ীগণ।
লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় থেকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন ওয়াপদা বাজার পর্যন্ত চলছে রাস্তার সংস্কার কাজ। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিদিন চলাচল করেন। এ বর্ষা মৌসুমে রাস্তাটি খোরাখুরি আর পানিতে একাকার হয়ে পথচারীসহ যানবাহন চলাচলে অযোগ্য হয়ে যায়। ফলে অসহনীয় দূর্ভোগের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলার মূল রাস্তা মিশন মোড়-কুলঘাট সড়ক। এই সড়কে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও হাজার হাজার যানবাহন চলাচল করে। এ রোডে ব্যবসা করে সংসার নির্বাহ করে এ এলাকার প্রায় ৯০শতাংশ মানুষ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.