আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১মিনিটে লালমনিরহাট রেলওয়ে গণকবরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে এ মোমবাতি প্রজ্বলন, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হয়।
মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, সাখাওয়াত হোসেন সুমন খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আহবানে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ৪, ৫ ও ৬ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী ও বিহারীদের দ্বারা বর্বর ও নৃসংশতায় আক্রান্ত হয় লালমনিরহাটের মানুষ।
এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা উন্মত্ত হয়ে গণহত্যা শুরু করে। এই বর্বর নৃসংশ গণহত্যার শিকার হন রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, পুলিশ কর্মকর্তাসহ রেলওয়ে ডিভিশনের অগণিত কর্মকর্তা-কর্মচারী।
লালমনিরহাটের মাটি সেই সময়ে রক্তে রঞ্জিত হয়ে উঠে, বাতাস ভারি হয়ে উঠে স্বজন হারানোর আহাজারীতে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.