আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট গণহত্যা দিবসে আত্মৎসর্গকারী শহীদ পুলিশ কর্মকর্তা লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন ও আরআইও আবদুর রহমান চৌধুরী দ্বয়ের স্মৃতির সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্সে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, শহীদ পুলিশ কর্মকর্তার সন্তান পারভেজ এলাহী চৌধুরী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার লালমনিরহাটের কমান্ডার (এসপি) মাহাফুজুর আশরাফ শিমুল প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.