আলোর মনি রিপোর্ট: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দেয়ালিকা উন্মোচন, কুচকাওয়াজ, কাবাডি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক ও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম পিএসসি ইঞ্জিঃ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র উপ-অধিনায়ক মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী পদাতিক। এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।