হেলাল হোসেন কবির: বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” এই শ্লোগানে লালমনিরহাট জেলা জেলা প্রশাসনের আয়োজন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সহকারী কমিশনার নাজিয়া নওরীন।