আলোর মনি রিপোর্ট: দাম কমাও জান বাঁচাও ব্যবস্থা বদলাও এই শ্লোগানে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কাজি রুহুল আমিন বলেছেন, দেশের জনগণ ভালো নেই, প্রতিদিন দাম বারে বাণিজ্য মন্ত্রী কি করে।
বুধবার (১৬ মার্চ) বিকাল ৬টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে দাম কমাও জান বাঁচাও ব্যবস্থা বদলাও এই শ্লোগানে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এর সভাপতিত্বে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, এই দেশের মন্ত্রীরা তো ব্যবসায়ী তারা চাবেই সকল ক্ষেত্রে ব্যবসা করতে। সাধারণ মানুষ আজ ঠিক মত খেতে পারেনা, কৃষক তার ফসলের দাম পায় না, করোনা কালীন সময়েও এই সরকারের অসাধু ব্যবসায়ীরা পুঁজি বাড়িয়েছেন। লুটপাটের অর্থনীতি থেকে বাহির হতে হবে। শুধু দ্রব্যমূল্য ক্ষেত্রে নয় রাজনীতিতেও আজ ঘোলাটে অবস্থা, লুটেরা সর্বত্রেই জাল বুনেছে। ক্ষমতাশীলরা এখন লুটপাটেই ব্যস্ত হয়ে গেছেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর মহানগর সাধারণ রাতুজ্জামান রাতুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায়, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র, রিক্সা শ্রমিকের আবুল কালাম আজাদ প্রমুখ।