আলোর মনি রিপোর্ট: রোববার (১৩ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভালোবাসার ব্রীজের দক্ষিণ পাশের একটি মৎস্য অভায়শ্রম থেকে ১২জন জেলে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশী সহযোগিতায় ৩জনকে মাছ, জাঁল ও নৌকাসহ আটক করেন লালমনিরহাট সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাসমত আলী। অন্য জেলেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাসমত আলী সাংবাদিকদের বলেন, মৎস্য অভায়শ্রমের আশেপাশের ২০০গজের মধ্যে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, মৎস্য অভায়শ্রমে সরকারিভাবে মাছের পোনা চাষ করা এবং মাছের বংশবৃদ্ধিকরনে নিরাপদ স্থান হিসেবে তৈরী করা হয়ছে।
তিনি আরও বলেন, মাছ ধরার কাজে ব্যবহার করা নৌকা, জাল এবং আনুমানিক ২০কেজি মাছসহ ৩জন জেলেকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে নৌকাটি ঘটনাস্থলে রেখে জাঁল ও আটককৃতদেরকে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোর্পদ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম বলেন, আটককৃত সকলের অর্থদন্ড করা হয় পরে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা জাঁলটি আগুনে পোড়ানো হয় ও মাছগুলো কুলাঘাট এতিমখানায় তিনি নিজেই গিয়ে দিয়ে আসেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.