আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুল মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আরডিআরএস, ব্র্যাক, নজীর, ইএসডিও, ব্যুরো বাংলাদেশ, আশা, কিন্ডার হিল্পস্ ওয়ার্কের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (অঃদাঃ) নাজিয়া নওরীন, লালমনিরহাট সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন, লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন।