আলোর মনি রিপোর্ট: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় দি লায়ন সার্কাসের হাতী দড়ি ছিঁড়ে বেড়িয়ে লোকালয়ে তাণ্ডব শুরু করেছে। ভেঙ্গে ফেলেছে কয়েকটি দোকান ঘর, উপড়ে ফেলেছে গাছপালাও। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দড়ি ছিঁড়ে বেড়িয়ে এসে হাতীটি বেপরোয়া আচরণ শুরু করে। কয়েকটি দোকান, বৈদ্যতিক খুঁটি, গাছপালা ভাংচুর করে এক পর্যায়ে হাতিটি পাশের সাহেব পাড়ায় বিলে নেমে পরে।
এদিকে হাতীটিকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না হাতীর মাহুত। নারী সঙ্গীর খোঁজে হাতীটি এমন বেপরোয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি। বর্তমানে হাতীটিকে নিয়ন্ত্রণে আনতে সিরাজগঞ্জ থেকে একটি মাদী হাতি আনা হচ্ছে বলে জানা ঘেছে।
মঙ্গলবার (১ মার্চ) হেলিকপ্টার যোগে ঢাকা থেকে একটি টিম এসে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে শান্ত করে হাতীটিকে, তবে এলাকাবাসীর দাবি মেলায় যেন হাতীটি আর আনা না হয়।
বুধবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে হাতীটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় লোকালয়ের বাইরের যেন শান্ত ভাবেই চলাফেরা করতে পারে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.