আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে আলু উত্তোলনের মহোৎসব চলছে। লালমনিরহাট জেলার কৃষকরা এখন সর্বত্র আলু তোলা নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন। বিগত বছরের মতো এবারও আলুর উৎপাদনে বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। তাই তারা হাসি মুখে আলু তুলছেন।
লালমনিরহাট জেলার ফসলের মাঠ জুড়ে এখন শুধু কৃষকরাই নয়, তাদের সঙ্গে বাড়ির গৃহিণী ও শিশুরাও মনের আনন্দে জমিতে নেমে আলু উত্তোলন করছেন। এছাড়া আগত শ্রমিকরাও আলু তোলা, জমি থেকে বাড়ির আঙ্গিনায় ও হিমাগারে পৌঁছে দেয়ার কাজ করছেন।
কৃষক মোঃ সাহেব আলী জানান, প্রতি ৫০কেজির বস্তা আলু পাইকারী বিক্রি হচ্ছে। বর্তমানে যে দরে আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের সামান্য লাভ হলেও লোকসান হবে না।
তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। এতে কৃষক আরও লাভবান হবেন।
ফুলগাছ গ্রামের মোঃ হযরত আলী জানান, বর্তমানে আলু উত্তোলনে ব্যস্ত সময়ের পাশাপাশি অনেকে জমিতেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি বছর লালমনিরহাট জেলায় ৪হাজার ৮শত হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আলু আবাদ হয়েছে ৫হাজার ৭শত ২৫হেক্টর জমিতে। তবে গত বছরের চেয়ে ১হাজার হেক্টর জমিতে আলু আবাদ বেশি হয়েছে। তবে এখনও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি।