আলোর মনি রিপোর্ট: শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে শিলাবৃষ্টি ও ঝর হাওয়া বয়ে যায়।
এতে করে ভূট্টা, আলু, তামাকসহ চলতি মৌসুমের বেশ কিছু আবাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এদিকে বোরো ধানের আবাদের উপকার হয়েছে। এ শীলাবৃষ্টি প্রায় ৫মিনিটের মতো লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যায়। তবে এখনও শুধু বৃষ্টি ও আকাশের গর্জন এবং ঝর হাওয়া বইছে। অপরদিকে ঝর হাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
শুক্রবারের শীলা বৃষ্টিতে বোরো আবাদের উপকার হয়েছে। তবে বিভিন্ন ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ধাইরখাতা গ্রামের রশিদুল ইসলাম রিপন জানান, বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.