মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
উজানে ভারি বর্ষণের ফলে লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
বুধবার ২৭ মে দুপুর ২টা থেকে তিস্তার পানি বিপদসীমার মাত্র ১০সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ভাটি এলাকায় অনেক ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। চর এলাকাসহ তিস্তা তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, সিন্দুনা এলাকা।
কালীগঞ্জ উপজেলার চরবৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছসহ ১০গ্রামের ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। এসব এলাকার অধিকাংশ বাড়ি ঘরেও পানি ঢুকে পড়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের সাংবাদিকদের জানান, তিস্তা নদীতে উজানের পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। ব্যারাজের জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পানি বিপদসীমার ১০সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।