হেলাল হোসেন কবির: অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী এক বছরের জন্য লালমনিরহাট জেলা ছাত্রলীগের ২১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে লালমনিরহাটের ৩জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রাশেদ জামান বিলাশকে সভাপতি এবং আরিফ ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে শফিকুল ইসলাম পাপ্পু, আবদুস সোবাহান ও আব্দুর রাজ্জাককে।
এছাড়া সহ-সভাপতি পদে ১১জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩জনের নাম উল্লেখ করা হয়েছে।
জানা যায়, গত বছরের ১১ জুন লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। তারপর থেকে জেলার ছাত্রদের মাঝ থেকে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়। তাদের মাঝ থেকে বিভিন্ন দিক যাচাই-বাছাই করে দীর্ঘ ৮ মাস পর ২১জনের নাম উল্লেখ করে অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.