প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২২, ৩:৪২ পি.এম
রসুনের আবাদ করেছেন কৃষকরা
আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় রসুনের আবাদ করেছেন কৃষকরা। এবার এ উপজেলায় রসুনের বাম্পার ফলন হয়েছে। অল্পদিনের মধ্যেই এসব রসুন ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী কৃষকরা।
বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর বেড়েছে রসুনের চাষ। সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভালো ফলনের আসা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরেজমিনে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলের হাট, কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি, বড়বাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের রসুন চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমের শুরুতে রসুনের ভালো দাম না থাকলেও শেষ সময়ে দাম বেড়েছে। এ কারণে এ বছরও তারা ব্যাপক পরিসরে রসুন আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় সেচ ও সার পাওয়ায় রসুনের চারাগুলো দ্রুত বেড়ে উঠছে।
রসুন চাষিরা জানান, প্রতি একর জমিতে রসুন চাষে শ্রমিক, চাষ, বীজ, রাসায়নিক সার ও সেচ বাবদ খরচ হয় ২০হাজার টাকা। ভালো ফলন হলে একর প্রতি ৫৫-৬০ মণ রসুন পাওয়া যায়। গড়ে প্রতি মণ রসুন ৩হাজার টাকা করে দাম হয় ১লক্ষ ৬৫হাজার টাকা।
উল্লেখ্য যে, খরচ কম ও অধিক লাভ হওয়ায় বর্তমানে এই ফসল ব্যাপক পরিসরে চাষ হচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। তাই এবারও রসুনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.