আলোর মনি রিপোর্ট: মোঃ নুর আমীন (৪২) পেশায় একজন ভ্যানচালক। প্রতিদিনই কাজ করছেন, স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার করছেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের তথ্যে তিনি একজন মৃত ব্যক্তি। এ কারণে তিনি কোভিড-১৯ এর টিকা দিতে পারেননি। দীর্ঘ দিন থেকে পান না সরকারের দেওয়া কোনো ধরনের সুযোগ-সুবিধাগুলো।
মোঃ নুর আমীনের বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলগাছ গ্রামে। তাঁর বাবার নাম মৃত নাদের আলী, মা মোছাঃ খুলুফা বেগম। তাঁর জন্ম ২০ এপ্রিল ১৯৮০ সাল।
মোঃ নুর আমীন বলেন, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের সময় জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা নিতে গিয়ে তিনি টিকা পাননি। কারণ, তাঁকে এখনও মৃত দেখাচ্ছে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জাতীয় পরিচয় পত্র নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। তখন তাঁর পরিচয় পত্রের নম্বর দিয়ে কোনো কাজ হচ্ছিল না। তিনি ভোট না দিয়ে ফিরে আসেন।
তাঁর সহদর বড় ভাই মোঃ দুলাল হোসেন বলেন, আমার আপন ছোট ভাই মোঃ নুর আমীন। সে ভ্যানচালক। সে জীবিত রয়েছে। কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারেনী। এটি নির্বাচন অফিস থেকে সংশোধন হওয়া দরকার বলে মনে করছি। সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবিত মোঃ নুর আমীনের জাতীয় পরিচয় পত্রের তথ্যে তাঁকে মৃত দেখাচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.