আলোর মনি রিপোর্ট: পূর্বের আকাশে আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সূর্য ওঠার আগে শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়া। মেঘে মেঘে ছেয়ে যায় আকাশ। সেই সঙ্গে শুরু হয় প্রবল বর্ষণ। লালমনিরহাটে বৃষ্টিপাত দিয়ে শুরু হলো শুক্রবারে সকাল। কর্মমূখী ও খেটে খাওয়া মানুষেরা ঘর থেকে বের হয়েই বিপাকে পড়েছে। লালমনিরহাটের প্রায় সব স্থানেই মুষল ধারে বৃষ্টি হচ্ছে। সাত সকালে যারা বের হয়েছেন তারা কমবেশি বৃষ্টিতে ভিজেছেন।কারণ অনেকেরই সঙ্গে ছিল না ছাতা ও রেইনকোট।
ভোর ৬টার দিক থেকে এ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। এদিকে দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিক্সাচালক হুমায়ুন কবির বলেন, বর্তমান সময় চলছে করোনা মহামারি। এমনিতেই আয় রোজগার কম। আর আজ সারাদিন বৃষ্টি ঘর থেকে বেড়িয়ে পড়াই দায়। নতুন এ বৃষ্টিতে রোগ ব্যধি ছড়ায় তাই রিক্সা নিয়ে বেড়িয়ে পড়িনি।
ব্যবসায়ী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিত কম, তাই অন্য দিনের চেয়ে সন্তোষজনক ব্যবসা হচ্ছেনা।
কৃষক হযরত আলী বলেন, সরিষা, তামাক, আলু চাষীদের জন্য এ বৃষ্টি ক্ষতিকর।
এদিকে লালমনিরহাটে ঝরে গাছ-পালা, ঘর-বাড়ি ও ফসলের ক্ষেত লন্ডভন্ড হয়েছে। জনজীবনে নেমে এসেছে এক ভীতি।
অপরদিকে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে লালমনিরহাট। রাতে নেমে আসে অন্ধকার।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.