প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২২, ৭:৩৯ পি.এম
আগামী ৩বছরের মধ্যে অর্থনৈতিক জোনের কাজ শুরু হবে-বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি
হেলাল হোসেন কবির: শনিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি।
লালমনিরহাটে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, সরকার দেশে ১০০টি অর্থনৈতিক জোনের কার্যক্রমের কাজ হাতে নিয়েছে। যেসব জেলায় এখনও কাজ শুরু হয় নাই তা আগামী ৩বছরের মধ্যে কাজ শুরু করা হবে।
মন্ত্রী আরও বলেন, লালমনিরহাট জেলায় প্রচুর পরিমান ভূট্টা উৎপাদন হয় সেই ভূট্টাকে বেজ করে কোন ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় কিনা সরকারের সেই চিন্তা রয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ব্রাজিলে যদি তেলের দাম কমে যায় তাহলে আমাদের এখানেও কমবে, সামনে রমজানে সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় থাকবে সরকার।
মোগলহাট স্থল বন্দর চালুর বিষয়ে বুড়িমারী বন্দরে অনিয়ম ও বিমানবন্দর চালুর বিষয়ে ঢাকা গিয়ে প্রধানমন্ত্রী'র সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট এন্তাজুর রহমান। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রমূখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.