আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি চত্ত্বর লালমনিরহাটে দরিদ্র মেধাবী মোট ১০জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫হাজার টাকা করে নগদ অর্থ ও বই প্রদান করা হয়। এর আগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সহসভাপতি সুবল চন্দ্র বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার নেতা রতন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সভাপতি এস দিলীপ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাধানাথ রায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উত্তম কুমার রায়, স্মৃতি রাণী রায় প্রমুখ। পরে ভজন সংগীত পরিবেশিত হয়।