আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী ২০২০-২১ অর্থবছরে বিড়ির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লালমনিরহাটে বিড়ি শ্রমিক কারখানার শ্রমিকবৃন্দ।
গতকাল মঙ্গলবার ১৬ জুন সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকগণ জড়ো হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
বিড়ি শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ঐক্য পরিষদের ডাকে এ মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ট্যাক্স কমানো, নকল বিড়ির ব্যবসা বন্ধে পদক্ষেপ, বিড়ি শিল্পের সুরক্ষা আইন ও করোনাকালীন সময়ে বিড়িতে কর বৃদ্ধির কারণে কারখানা বন্ধ করে শ্রমিক ছাটাই না করার দাবী জানান।
এ সময় শ্রমিক ফেডারেশনের সভাপতি পনির উদ্দিন, সেক্রেটারী শফিকুল ইসলামসহ অন্যান্য শ্রমিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.