আলোর মনি রিপোর্ট: আজকের শিশু শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার সুদক্ষ কারিগর। বর্তমান প্রজন্মকে সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থ্যতা, তেমনিই প্রয়োজন মানসিক সুস্থ্যতা। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থীদের মানবিক বিকাশে খেলাধূলা বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সহপাঠ কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। শারীরিক কসরত (পিটি প্যারেড) থেকে শুরু করে খেলাধূলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল, দাবা, কেরাম, লুডু, আবৃত্তি, বিতর্ক, সংগীত, রচনা, গল্প, কবিতা, ছড়া লেখা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশও হয়ে থাকে।
আরও জানা গেছে, জার্সি, চাকতি, ক্রিকেট সেট, লুডু, দোলনা, স্লিপার, ফুটবল, ঢেঁকি, স্কিপিং রশি, দাবা, ব্যাটমিন্টন, কেরামবোর্ডসহ বিভিন্ন খেলাধূলার সরঞ্জামাদী রয়েছে।
কোদালখাতা ও ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দোলনা, স্লিপার, ঢেঁকি, রিং রয়েছে। এতে শিশু শিক্ষার্থীদের খেলাধূলায় মেতে থাকতে দেখা যায়।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ওয়াসীমা সাহিত্য বলেন, আমরা আমাদের বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাও করে থাকি।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম বলেন, শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি স্লিপার, ঢেঁকি, দোলনা, রিংসহ বিভিন্ন ধরনের বিনোদন কার্যক্রম শিশুকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখতে সাহায্য করে। তাই এ ধরনের খেলাধূলায় শিশুকে উদ্বুদ্ধ করে থাকি। বিরতির সময় তারা খেলাধূলা করে।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সহসভাপতি মোঃ সাহেব আলী বলেন, নিয়মিত বিদ্যালয় মাঠে খেলাধূলা শিশুদের উৎসাহ-উদ্দীপনা, কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে, হার ও জিতকে সহজে মেনে নিতে সাহায্য করে। তাই শিশু শিক্ষার্থীদের জন্য আমাদের বিদ্যালয় মাঠে খেলার ব্যবস্থা রয়েছে।