আলোর মনি রিপোর্ট: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ৬ (ইউপিতে) বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী (আনারস) জয়ী হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
বিজয়ী চেয়ারম্যানরা হলেন- পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রধান (নৌকা), পাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোখলেছার রহমান (আনারস), জগতবেড় ইউনিয়নে যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল (নৌকা), কুচলিবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হামিদুল হক (নৌকা), জোংড়া ইউনিয়নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মজিবর রহমান (নৌকা), দহগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (নৌকা) ও বুড়িমারী ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মোঃ তাহাজুল ইসলাম মিঠু (নৌকা)।
পাটগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১লক্ষ ২১হাজার ৪শত ৬৮জন, চেয়ারম্যান পদে ৩৯জন, মহিলা ও সাধারণ সদস্য ৩শত ১৩জন, মোট প্রার্থী ৩শত ৫২জন।