হেলাল হোসেন কবির: বছরের শুরুতেই লালমনিরহাট পুলিশকে মানবতার তরে কাজ করতে দোখা গেচ্ছে। তেমনি রবিবার (৩ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা শহরের ব্যস্ততম রাস্তায় দেখা গেল মানবতার এক ভিন্ন চিত্র।
বিডিআর গেট (মোগলহাট রোড়) এ এক ভ্যান চালক রেল লাইনগুলো পার হওয়া সময় হঠাৎ ভ্যান থেকে বেশ কিছু মালামাল বোঝাই বস্তা পড়ে যায়। সেই রাস্তাটি ব্যস্ততম হওয়ায় আশপাশে সবাই যে যার যার মতো চলতে থাকে। পরিবেশটা এমন যে কে রাখে কার খোঁজ।
এমন দৃশ্য দেখে পাশে থাকা একজন ট্রাফিক পুলিশ এগিয়ে আসতে থাকে। তা দেখে ভ্যান চালক কিছুটা ঘাবড়ে যায়, ভাবে তার কারনে রাস্তায় জাম সৃষ্টি হতে পারে এ জন্য মনে হয় তাকে কোন জরিমানা গুনতে হবে। কিন্তু না ভ্যান চালককে সাহায্য করতে বস্তার এক পাশে নিজে হাত দিয়ে ট্রাফিক পুলিশ বলেন, ভাই অপর দিকে হাত দেন। সবগুলো বস্তা দু’জনেই হাত দিয়ে ভ্যানে তুলে রাখেন। তারপর ওই চালককে যেতে বলেন। এমন দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ার বেশ ভালো সারা ফেলছে।
জানা যায়, ওই ট্রাফিক পুলিশের নাম আরিফ। তিনি লালমনিরহাট ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত। তার পদবি এটিএসআই।