মিজানুর রহমান: “আপনার প্রয়োজনীয় পোশাক এখান থেকে নিয়ে যান, অপ্রয়োজনীয় পোশাক এখানে রেখে যান” এমনই হৃদয় নিংড়ানো আহবানের মাধ্যমে হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায় স্থাপিত হলো মানবতার দেয়াল।
দেয়ালের গায়ে পুরনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই, দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায়। বাজারের পূর্বপাশে মাংসের দোকানের সাথেই ঝোলানো বিভিন্ন বয়সের মানুষের পুরোনো পোশাক। সেখান থেকে দুঃস্থ, অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় বস্ত্র নিয়ে যাচ্ছেন।
দেয়ালের উপরে রঙিন ব্যানারে লেখা অর্থ দিয়ে নয়, আপনার অপ্রয়োজনীয় পোশাক দিয়ে অসহায় মানুষদের সাহায্য করুন।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্বের ছাত্র সাগর আহম্মেদ সোহাগের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষকে সহযোগিতার এমন দৃষ্টান্তে সাড়া দিয়েছে এলাকার মানুষ।
লোকজন বলছেন, এরকম চিন্তাভাবনা আমাদের মাথায় আসে নি। হতদরিদ্র মানুষকে পুরাতন কাপড় দিয়েও সহায়তা করা সম্ভব তা সাগর আমাদের দেখিয়ে দিল।
মানবতার দেয়াল স্থাপন প্রসঙ্গে সাগর আহম্মেদ সোহাগ জানান, এলাকার শীতার্ত অসহায় মানুষদের বস্ত্রহীনতা দুর করতে এবং সীমান্ত ঘেষা অঞ্চলের ছিন্নমূল মানুষের পাশে দাড়াতেই মুলত এই সামান্য উদ্যোগ নিয়েছি।