প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২২, ১২:০৫ পি.এম
পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ইং শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে
আলোর মনি রিপোর্ট: নতুন বছর ২০২২ কে স্বাগতম জানিয়ে এক অভিনব আয়োজন করতে যাচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট। লালমনিরহাট জেলা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে পুনাক হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা-২০২২ এর অবকাঠামো কাজ শুরু হয়েছে।
যারা উদ্যোক্তা তাদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে নানা আয়োজন করা হচ্ছে এ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলায়। চলছে স্টলের বাহারী সব পণ্য সুসজ্জিত মেলা প্রাঙ্গণ নির্মাণ কাজ। একদিকে নিত্য ব্যবহার্য পণ্য শোভা পাবে স্টলগুলোতে। অপরদিকে দেশীয় উদ্যোক্তারা নিপুণ হাতে তৈরি পণ্য দিয়ে সাজানো হবে স্টলগুলো।
উদ্যোক্তাদের পণ্যের ভেতরে মেলায় তাঁত ও বেনারসী পণ্যের সম্ভার, বিভিন্ন ধরণের অলংকারের ভেতরে মেয়েদের জন্য হাতে তৈরি চুড়ি, গহনা, কাঠের তৈরি উপহার সামগ্রী, উদ্যোক্তাদের হাতে তৈরি পোষাক, খাবারের স্টল, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন আয়োজন। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ যেন নতুন বছরে এক ভিন্ন মাত্রা যোগ করবে লালমনিরহাটবাসীদের প্রাণে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে ও তাদের আরও কর্মদক্ষ করে তুলতে লালমনিরহাট জেলা পুলিশ সদা তৎপর। পুলিশ পরিবারের উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের মেলায় স্টল থাকবে।
মেলায় আগতদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ও মেলার নিজস্ব নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মাস্ক পরে মেলায় আসতে হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.