হেলাল হোসেন কবির: বিদায় বছরের ঘন্টা বাজার সাথে সাথে নতুন বছরকে বরণ করতে নতুন উদমে আনন্দ ভাগাভাগি করে নিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম।
দেখা যায়, থার্টি ফার্স্ট রাতে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ডিউটি পালনকারী পুলিশ সদস্যদের কাছে গিয়ে একটি করে তাজা লাল গোলাপ ফুল তুলে দেন।
চারদিকে রাত জেগে সবাই যখন নতুন বছরকে বরণ করতে পার্টি নিয়ে ব্যস্ত থাকে সেই সময়ও পুলিশ সদস্যরা তাদের পরিবারের কাছাকাছি থাকতে পারে না। তাই সেই কথা চিন্তা করে ওসি শাহা আলম রাতে শহরে ডিউটিরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান। এমনকি সেই সময় সামনে থাকা দোকানদার ও রিকসা ওয়ালাদেরও ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতে দেখা যায়।