আলোর মনি রিপোর্ট: শুক্রবার (৩১ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন ও ২০২১ সালের বিদায়ের দিন থাকায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলায় প্রিয় মানুষের হাতে হাত ধরে কিংবা বন্ধুদের সঙ্গে দলে দল বেঁধে তরুণ-তরুণীরা যেমন এসেছেন, তেমনই বাবা-মার হাত ধরেও এসেছে অনেক শিশু-কিশোর। আজ ছিলো বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার দ্বিতীয় দিন।
মেলার দ্বিতীয় দিনে আজ স্টলে স্টলে নতুন আর পুরোনো বইয়ের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। দ্বিতীয় দিনে কোনো স্টল বন্ধ না থাকলেও মেলার সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো। কারণ, মেলার মাঠে স্বাচ্ছন্দে বিচরণের জন্য ফাঁকা জায়গা রয়েছে।
সেই সঙ্গে মেলার মূল প্রাঙ্গণ লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ জাতীয় মহাসড়কের পাশে হওয়ায় লেগে আছে যানজট। এ কারণে ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরাও।
তবে মেলার স্টলে-স্টলে বেড়েছে বই, সেই সঙ্গে বেড়েছে প্রাণের সঞ্চারও। বইয়ের সঙ্গে মেলার এ দ্বিতীয় দিনে বইপ্রেমীদের সরব উপস্থিতি মেলার প্রাঙ্গণ জুড়েই ছিলো প্রত্যাশার চেয়ে বেশি। মেলায় যত সময় গড়িয়ে যায় ততই বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের সংখ্যা।
বর্ষ বিদায় ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ সময়ে বড়দের সঙ্গে শিশুদের প্রবেশও ছিল লক্ষণীয়।
এমন দিনের মেলায় স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলার দ্বিতীয় দিনে বেচা-বিক্রি চলছে। অনেকেই স্টল ঘুরে দেখছেন, পচ্ছন্দ হলে তবেই বই ক্রয় করছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.