আলোর মনি রিপোর্ট: বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ২টা ৩০মিনিটে লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাট পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিজয়ের ৫০ বছর উপলক্ষে বন্ধু প্রতীম ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ তথা লালমনিরহাট পৌর নাগরিকবৃন্দের জরুরী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ‘আইসিইউ সম্বলিত এ্যাম্বুলেন্স’ উপহারের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। প্রধান অতিথি ছিলেন ভারতীয় দুতাবাস বাংলাদেশ মিশনের এসিস্ট্যান্ট হাই কমিশনার মি. সঞ্জীব কুমার ভাট্টি। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, সমাজকর্মী হাফিজ ফেরদৌস স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট পৌরসভার কাউন্সিলবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।