প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১, ৯:৪৮ এ.এম
পুনরায় ভোটে নৌকাকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম
আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফল স্থগিত হওয়া ওই ইউনিয়নে পুনরায় ভোটে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকাকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে সমান সংখ্যক ভোট পান। দুইজন প্রার্থী ৮হাজার ৯শত ৪০টি ভোট পেয়ে সমান অবস্থানে থাকায় ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন।
পরে ওই দুইজন প্রার্থীর পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ৯ হাজার ৩শত ৬০টি ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৮হাজার ৬শত ৩৬টি ভোট।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুরুল হাসান কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুনরায় ভোটের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.