হেলাল হোসেন কবির: মাংসে এক টুকরো চর্বি দেওয়াকে কেন্দ্র করে কসাইকে কোপানোর অভিযোগ উঠেছে এক প্রভাষক উপর।
জানা যায়, শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাপ্টিবাড়ি বাজারে কসাই কাছে মাংস নিতে যায় সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ হয়রত আলী (৪৪)। এই সময় কসাই শহীদুল (৩৩) মাংসে এক টুকরো চর্বি গচিয়ে দিতে ধরে। এই নিয়ে কথাকাটাকাটি চলতে থাকে। ঘটনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কসাইখানার ধারালো চপ্পল দিয়ে প্রভাষক হয়রত কসাই শহীদুলের মাথায় এলোপাতারি কুপিয়ে যখম করে।
এই ঘটনায় বাজারে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা হতবাক। একজন শিক্ষক এমন কাজ কিভাবে করতে পারে। আহত কসাইকে বাজারে সদাইপাতি করতে আসা আগুন্তক গণ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। তার মাথায় ও শরীরে একাধিক সেলাই পড়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে।
কসাইয়ের বড়ভাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তার অবস্থা আশস্কাজনক। রোগী নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আহতের স্ত্রী মাসুদা বেগম বাদি হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই প্রতিবেদন করার আগ পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি মর্মে জানায় আতিদমারী থানা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.