আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সভা কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের সহঃ প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ওরিয়েন্টেশনে সাংবাদিকদের জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ১১ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট স্থায়ী ৬টি ও অস্থায়ী ১হাজার ১শত ২০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২০হাজার ৫শত, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২লক্ষ, ৬ থেকে ১১মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫৩জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩শত ২০জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.