আলোর মনি রিপোর্ট: ৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে তাবলীগ জামাতের আয়োজনে ইজতেমাটি শুরু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।
জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করে শুরু হলো এ ইজতেমা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলাসহ আশপাশের জেলার কয়েক হাজার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়েছেন। এদিকে আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত ওযু ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.