আলোর মনি রিপোর্ট: গত ২ ধাপে (১১ নভেম্বর ২য় ধাপে ও ২৮ নভেম্বর তৃতীয় ধাপ) এ সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৩টি (আদিতমারী, কালীগঞ্জ, লালমনিরহাট সদর) উপজেলার মোট ২৫টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে জয়জয়কার হলেও ১১টি ইউনিয়নে ডুবেছে নৌকা। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে আদিতমারী উপজেলার ২টি (সারপুকুর, পলাশী) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ৪টি (মদাতী, দলগ্রাম, ভোটমারী, গোড়ল) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।
এদিকে লালমনিরহাট সদর উপজেলার ৫টি (কুলাঘাট, মহেন্দ্রনগর, খুনিয়াগাছ, গোকুন্ডা, বড়বাড়ী) ইউপিতেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছেন স্বতন্ত্রদের কাছে।
উল্লেখ্য যে, আদিতমারী উপজেলার ৬টি, কালীগঞ্জ উপজেলার ৩টি ও লালমনিরহাট সদর উপজেলার ৪টি মোট ১৩টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা বিজয়ী হয়েছে।
অপরদিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব (নৌকা) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট। ফলে ওই ইউনিয়নের ফলাফল ভোট ড্র ঘোষণা করা হয়।