আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট পৌরসভার উদ্যোগে ও ইউপি অটোমেশন এ্যান্ড এসেসমেন্ট (প্রাঃ) লিমিটেড এর কারিগরি সহায়তায় পৌর নাগরিকগণের অনলাইন ভিত্তিক খানা তথ্য নিবন্ধন ও নাগরিক সেবা কার্ড বিতরণ শুরু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার লিচু বাগান এলাকায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
এ সময় তিনি বক্তব্যে বলেন, ডিজিটাল সেবার মাধ্যমেই বাংলাদেশ এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলাদেশ' গঠনের পথে এগিয়ে যাচ্ছে। অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোড়গোড়ায়।
মেয়র বলেন, পৌরসভার নাগরিকগণ এখন ঘরে বসেই সকল নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। যে সকল তথ্য অনলাইনে রেজিষ্ট্রেশন থাকবে তাদেরকে নাগরিক সেবা কার্ড দেয়া হবে। আর এই একটি কার্ডেই পৌরবাসী নাগরিক সকল সেবা গ্রহন করতে পারবেন।
লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় ইউপি অটোমেশন এ্যন্ড এসেসমেন্ট (প্রাঃ) লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাসের, প্রতিষ্ঠানের এডমিন ফারুক আহমেদ, হিসাব রক্ষক
নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.