মিজানুর রহমানঃ ইনভিন্সিবল স্মাইল’র প্রতিষ্ঠাতা হৃদয় হোসেন সাথে একান্ত সাক্ষাৎকারে কিছু অংশ তুলে ধরা হলঃ
অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এমন কাজ করতে হবে যাতে মানুষের উপকার হয়। আর কারোর উপকার করা সম্ভব না হলে তার যেন ক্ষতি না করি।
আমরা ক্ষুধার্ত মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ কর্মসূচি, সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেও আপনাদের বিভিন্ন উদ্যোগ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ইত্যাদি আমরা সকল কাজের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।
তিনি আরো বলেন, মানুষের জন্যই কাজ করে যাচ্ছি, যেখানেই দুর্ভোগ সেখানেই দুর্ভাগা মানুষের পাশে বন্ধু হয়ে কাজ করতে চায় ইনভিন্সিবল স্মাইল। আমি বিশ্বাস করি সমস্যা থেকে পালিয়ে কোনদিন সমস্যার সমাধান সম্ভব না, সমস্যার মুখোমুখি দাঁড়ায়ে সেটার সমাধান করতে হবে। আজ দেশের মূল সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা! কিন্তু কথা ছিল জনসংখ্যা হবে একটি দেশের উন্নয়নের মূল শক্তি। আমরা আমাদের জনসংখ্যাকে এখন পর্যন্ত জনশক্তিতে রূপান্তর করতে পারিনি এর প্রধান কারণ হচ্ছে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়নি। আর আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে অসহায় মানুষ গুলোর কর্মসংস্থান সৃষ্টি করা। তারা যেন দেশের বোঝা না হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.