আলোর মনি রিপোর্টঃ এক ঘণ্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছেন সাইয়েদা ইসলাম সুম্মা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে মেয়রের রুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা শাখা।
বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু জাহেদ ভুট্টু, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনটিসিএফ) লালমনিরহাট জেলার উপদেষ্টা তৌহিদুল ইসলাম লিটন, জেলা ভলান্টিয়ার রায়হান হোসেন রনি, সভাপতি আল মামুন মেহেদীসহ লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, শিশু সাংবাদিক, গবেষক, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ফাহিম শবনম সায়ন্তী।
ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র রেজাউল করিম স্বপন ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাইয়েদা ইসলাম সুম্মা।
এ সময় শিশু মেয়র সাইয়েদা ইসলাম সুম্মা বলেন, বর্তমানে লালমনিরহাট পৌরসভার যোগাযোগ, ড্রেন, পরিবেশ এবং সৌন্দর্য বর্ধনে ব্যাপক কাজ চলমান। লালমনিরহাট পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে তিনি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।
সাইয়েদা ইসলাম সুম্মা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি এখন প্রতীকী মেয়র হয়েছি। এতে ভালো লাগছে।
মেয়র রেজাউল করিম স্বপন বলেন, কন্যা শিশুদের সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে এ রকম একজন কন্যা মেয়রের চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে।
পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম লামইয়া ইবনাত মৌমিতা, দ্বিতীয় দিপ্ত বর্মন, তৃতীয় সুবহানা ইসমাত তোয়াকে কৃতিত্ব স্মারক ও তাসমিম খুসবু মিম, রাজিয়া সুলতানা শিমুকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.