আলোর মনি রিপোর্ট: শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মুজিব শতবর্ষ লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক ক্রীড়া উৎসব-২০২১ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী, লালমনিরহাট পিটিআই এর সুপারিনটেনডেন্ট হায়দার আলী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। এ সময় লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল ৩টায় মুজিব শতবর্ষ লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক ক্রীড়া উৎসব-২০২১ ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবিহা সুলতানা, সহসভাপতি ফেরদৌসী বেগম বিউটি। এ সময় লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।