আলোর মনি রিপোর্ট: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় ৬শত শিক্ষার্থীর ৮মাসের মাসিক বেতন মওকুফ করলো লালমনিরহাট জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ।
তিনি সাংবাদিকদের জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয়েছে।
জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড় (সার্কিট হাউস) সংলগ্ন শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ অবস্থিত। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬শত জন। যাদের প্রত্যেকের মাসিক বেতন সর্বনিম্ন ৯শত টাকা থেকে শ্রেণি ভেদে ২হাজার ৫শত টাকা করে নেওয়া হয়।
এদিকে ছেলে-মেয়েদের ৮মাসের বেতন মওকুফ করা হয়েছে শুনে আবেগে আপ্লুত হয়ে অভিভাবকরা জানান, অত্যন্ত সময়োপযোগী, যুক্তিসঙ্গত এবং মানবিক উদ্যোগ নেয়ায় বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
অভিভাবকরা আরও জানান, দেশের এমন করোনা দুর্যোগে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে সন্তানদের ৮মাসের বেতন মওকুফে আমরা অনেক স্বস্তি পেয়েছি।
প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এমন সংকটকালীন সময়ে বিদ্যালয় আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্থ, অভিভাবকরাও তেমনি বহুমুখী দিক থেকে ক্ষতিগ্রস্ত। সকল দিক বিবেচনা করে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এ বিষয়টিকে সাদুবাদ জানান এবং শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের এমন উদ্যোগকে জেলার অন্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ হতে পারে বলে জানান। অন্য বিদ্যালয়গুলোকে এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.