আলোর মনি রিপোর্ট: শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে নালমনি ৭১ নাটকের নাট্যকর্মী নির্বাচনের জন্য সাক্ষাৎকার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকার ও কর্মশালা শুভ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হালিম প্রামাণিক সম্রাট। বক্তব্য রাখেন লালমনি থিয়েটারের সভাপতি আখতারুজ্জামান, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, লাল থিয়েটারের আব্দুল জব্বার মোল্লা, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোহাম্মাদ ফয়েজ উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটুসহ লালমনিরহাটের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।