আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে ২জন বাংলাদেশী সাগর (২৭), ইউনুস (৩০) নিহত হয়েছেন।
নিহত সাগর নীলফামারী জেলার ডালিয়া এলাকার বনেবরের পুত্র। অপর জন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল মিয়ার পুত্র ইউনুস।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (২৯ আগস্ট) ভোরে শ্রীরামপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের (৮৪৩) ভারতীয় গরু ব্যবসায়ীদের কাছে থেকে ৫/৬জন বাংলাদেশী গরু আনতে যায়।
এ সময় ভারতের কোচবিহার ১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই ২জন মারা যায়। তবে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.