আলোর মনি রিপোর্ট: তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এতে করে নদী তীরবর্তী বিভিন্ন জায়গা ভাঙ্গণ কবলিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উত্তর অঞ্চল রংপুর প্রধান প্রকৌশলী জোতি প্রসাদ ঘোষ। এ সময় তার সাথে ছিলেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা গেছে, উজানের পাহাড়ী ঢল ও হালকা বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ১৫সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২দশমিক ৭০সেন্টিমিটার।
ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী, ভাঙ্গণ নিরসনে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন ও সরকারের নেয়া নানা কর্মসূচি সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।
এ সময় উত্তর অঞ্চল রংপুর প্রধান প্রকৌশলী জোতি প্রসাদ ঘোষ নৌকা যোগে ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে পূর্বের ভাঙ্গণ কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে। নতুন করে ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলাম, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। এই এলাকার জন্য ৫০কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্ল্যানিং কমিশনে রয়েছে। ইনশাল্লাহ আগামিতে তিস্তার এই তীরবর্তী এলাকা ভাঙ্গণ মুক্ত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.