আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় মসজিদের নামাজ পড়তে গিয়ে ব্যাটারী চালিত ভ্যান চুরি হওয়া সংবাদটি বিভিন্ন অনলাইনে প্রকাশের পর আমেরিকা প্রবাসী ওই ভ্যান চালক মঈনুল ইসলামকে একটি নতুন ভ্যান কিনে দেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম মঈনুল ইসলামের হাতে নতুন ভ্যান গাড়িটি তুলে দেন। এর আগে ভ্যান চুরি হওয়ার পর হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ভ্যান চালক মঈনুল ইসলামের বাড়িতে গিয়ে একটি নতুন ভ্যান দেয়ার আশ্বাস দেন।
আমেরিকা প্রবাসী হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলমের মাধ্যমে ব্যাটারী চালিত ভ্যানটি তাকে প্রদান করেন।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মঈনুল ইসলাম (৫০)। মঈনুল ইসলামের নিজের বলতে কিছুই নেই। মাত্র চার শতাংশ জমিতে বাড়ি করে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ৯সদস্যের পরিবার তার।
জানা গেছে, গত ৩০ জুলাই অটো ভ্যান নিয়ে হাতীবান্ধা উপজেলার বড়খাতা কেরামতিয়া বড় মসজিদে (ভাঙ্গা মসজিদ) নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। সেখানে গিয়ে ভ্যানটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় শেষে বের হয়ে দেখেন সেটি আর নেই। ভ্যান চালক মঈনুল ইসলাম কিছুদিন আগে ব্র্যাক এনজিও থেকে ৩০হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেন। সেটি চালিয়ে যা পেতেন তা দিয়ে কিস্তি দেয়ার পর সংসার চালাতেন। এখন সেটাও নাই। কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন মঈনুল ইসলাম।
ভ্যান চালক মঈনুল ইসলাম বলেন, সাংবাদিক স্যারের জন্য মুই ভ্যান পানু, আল্লাহ তাদের ভালো করুক। আর যিনি ভ্যানটি উপহার হিসাবে দিয়েছেন তার জন্য মন থেকে দোয়া করেন মঈনুল।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, ভ্যান চুরি হওয়ার ঘটনাটি বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়ার পর আমার পরিচিত একজন আমেরিকা প্রবাসী ওই মঈনুলকে একটি ভ্যান উপহার দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.