আলোর মনি রিপোর্ট: সাভারস্থ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
বুধবার (১১ আগস্ট) সকাল ১১টায় হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোল চত্ত্বরে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুর হোসেন মজনু, আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিপন, ছাতনেতা মোহন, জুয়েল প্রমুখ।
এদিকে আজ বুধবার ভোরে নিজ বাড়ি হাতীবান্ধায় মিন্টু চন্দ্র বর্মনের লাশ দাহ করা হয়েছে।
উল্লেখ্য যে, নিহত মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করতেন। এছাড়া সে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। গত মঙ্গলবার (১৩ জুলাই) আশুলিয়ার জামগড়া সংলগ্ন বেরন এলাকার রূপায়ণ মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকেই নিখোঁজ হয়। ৭দিন বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। আর ৯ আগস্ট সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণে লাশ উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.