ডা. জাকিউল ইসলাম ফারুকী:
তোমার স্বপন নিয়ে তুমি থাকো,
বালুচরে খেলাঘর
বেঁধে আমিও তেমন,
গড়ি আর মুছে ফেলি
স্বপন আমার।
একই মেঘ একই আলোছায়া ঘেরা রঙ্গিন আকাশ,
অসীম আকাশ বাধাহীন সব পাখি,
কাকলিতে ভাসে সারা দিনমান,
খোঁজে ফিরে তার সাথী,
তবুও কোথাও নীড়হারা পাখি,
কাঁদিছে একা নীড়ে,
তুমি কি চিনেছো,
কোথায় সে আছে, সেই একা পাখিটিরে!
মিলাতে পারিনা জীবনের সুর
কিছু মিছে তার
কিছু যে অসুর,
কেমন করিয়া মিলাবো
জীবন ধাম,
হিসাব মিলাতে পারিনা,
পারিনা লেখাতে নাম।
তোমার অভিধান পূর্ন কুসুমে,
পাতা কোন নেই খালি,
পারিনি লেখাতে অধমের নাম,
কলমে ফুরালো কালি।
ফিরে আসি ধীরে
পর্ন কুটিরে,
একা থাকা সেই ভালো,
আকাশে মিশেছে দীর্ঘশ্বাসের,
ভাবনার যতো কালো।
তোমায় তবু যে অন্ধকারেই দেখিবার শুধু পাই,
ছায়া হয়ে থাকো জীবনে আমার,
পরাভব মানি তাই।
৪/৮/২০২১
টিনটনফলস্
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.