আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম আজাদ (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে মৃত মহির উদ্দিনের ছেলে মেহের আলী (৫৫) গংদের সাথে বিরোধ চলছিল চাচাতো ভাই আবুল কালাম আজাদের। বিরোধের জেরে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পূর্বপাশে সেই জমি জমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে মেহের আলীর পক্ষে সাগর মিয়া, রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়েকজন আবুল কালাম আজাদের উপর হামলা করে এলোপাতাড়ি কিলঘুষি মারে এ সময় মেহের আলীর লোকজন আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে তাকে গুরুত্বর আহত করেন।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় জানান, হাসপাতালে আসার আগেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.