আলোর মনি রিপোর্ট: ভাসানী পরিষদ, তিস্তা বাঁচাও নদী বাঁচাও পরিষদ ও নদী ভাঙ্গা পরিষদ এর আয়োজনে লালমনিরহাট তিস্তার নদীর ভাঙ্গন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে তৈরি খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
শনিবার (২৪ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ৩শত পরিবারের মাঝে খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে বাড়ি বাড়ি গিয়ে খাবার প্যাকেট পৌছে দেয়া হয়। এ সময় তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, সহকারী জজ মজনু মিয়া, সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামসুল হক, এনএমএমসি এ্যাডভোকেসি ফোরামের লালমনিরহাট সদর উপজেলা সভাপতি মাখন লাল দাস, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, নদী ভাঙ্গা পরিষদের সভাপতি এম এ হান্নান, শিক্ষক মাসুম মিয়া, ব্যবসায়ী শাহাজাদা ইমরান বসুনিয়া, পিপিআই কৃষি বিভাগ এম এম জামান শাহীন, প্রাক্তন ইউপি সদস্য জহুরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গনে উক্ত এলাকার ২শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.