আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী এলাকার তিস্তা নদীর বুক চিরে অনুমতি না নিয়েই নির্মাণ করা হচ্ছে পাকা সড়ক। বে-সরকারি উদ্যোগে ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতে সড়কটি নির্মাণ করছে ইন্ট্রাকো সোলার পাওয়া লিমিটেড। এতে ক্ষতি মুখে পড়বে তিস্তা নদী পাড়ের মানুষ, ব্যাহত হবে কৃষি আবাদ। এতে সামনের ভরা মৌসুমে এলাকায় নদী ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু প্রভাবশালী ইজারাদারদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না কেউ। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দেখা গেছে, মূল নদী এখন পাড় থেকে বসতভিটার দিকে এগিয়ে আসছে গেছে। আর এই ইন্ট্রাকো সোলার পাওয়া লিমিটেড এর জন্য তিস্তা নদীর বুকে করা হয়েছে রাস্তা। আর এই রাস্তার কারণে নদী ভাঙ্গনের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর নানা অভিযোগ থাকলেও সব নিয়ম-নীতি উপেক্ষা করে তারা তিস্তা নদী বুকে গড়ে তুলছে রাস্তা। নদীর সঠিক প্রবাহ বন্ধ করে অপরিকল্পিত এমন সড়ক নির্মাণে নদী ভাঙ্গার হুমকিতে স্থানীয় ৭টি ইউনিয়নের মানুষ।
নদীর গতিপথ পরিবর্তনে কারনে জলাবদ্ধতায় ফসলের আবাদ ব্যাহত আশংকা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, যত বাড়ি ঘর আছে সামনে সেগুলো সম্পন্ন তলিয়ে যাবে বসতবাড়ি ভেঙ্গে যাবে রাস্তা-ঘাট এবং এলাকাবাসী ক্ষতিরর মুখে পড়বে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, নিশ্চই এ ধরনের প্রকল্প করার আগে এই যে নদীর কোথায় কী ক্ষয়-ক্ষতি হবে এগুলো বিবেচনা করে প্রকল্প নেওয়ার কথা, আসলে এ ব্যাপারে তেমন কোন তথ্য আমাদের জানা নেই।
এদিকে জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান, তারা বেসরকারি উদ্যোগে জমি কিনে তারা এটা করছে কিন্তু বাঁধের বিষয়টা কোম্পানী কর্তৃক নির্মিত হচ্ছে কী না এ বিষয়ে আমাদের জানা নেই।
তবে এ বিষয় কথা বলতে রাজি হয়নি ইন্ট্রাকো সোলার পাওয়া লিমিটেডের কর্মকর্তারা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.