আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী বাবুরহাট সীমান্তের বারোগরি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে সুবল চন্দ্র (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সুবল চন্দ্র ওই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার (১৪ জুলাই) ভোর রাতে ওই এলাকার বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবল চন্দ্রসহ ৫জন থেকে ৬জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করে। এ সময় ভারতর কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুরে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুবল চন্দ্রের মৃত্যু হয়। বুধবার (১৪ জুলাই) সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও বিজিবি গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি'র পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হননি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.